Shadow

Tag: মিলিয়ন

‘মেরে নাম তো’ একদিনে ১৮ মিলিয়ন!

‘মেরে নাম তো’ একদিনে ১৮ মিলিয়ন!

Cover Story, Entertainment
বামন বাউয়া সিং, মানে শাহরুখ খান যে এখনো রোমান্সের রাজা, ফের তার প্রমাণ দিল তাঁর সদ্য মুক্তি পাওয়া ‘জিরো’ ছবির প্রথম গান ‘মেরে নাম তু’। ইউটিউবে মাত্র ২৪ ঘণ্টায় এ গানটি ১৮ মিলিয়ন এর বেশি দর্শক দেখেছেন। বিশ্বব্যাপী দর্শক-শ্রোতার ভালোবাসা পেয়েছে ‘মেরে নাম তু’ গানটি, এর অভিনেতা-অভিনেত্রীসহ ছবির পুরো টিম। বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে আনুশকা শর্মার রোমান্সে মুগ্ধ দর্শক। আর বিখ্যাত সুরকার অজয়-অতুলের হৃদয়গ্রাহী সুর, অভয় যোধপুরকারের স্বপ্নিল কণ্ঠ আর ইরশাদ কামিলের হৃদয়ছোঁয়া কথায় সম্পূর্ণতা পেয়েছে গানটি। এ মাসের প্রথম দিকে শাহরুখের জন্মদিনে (২ নভেম্বর) জিরোর ট্রেইলার মুক্তি পেয়েছিল। সঙ্গে সঙ্গে তা সামাজিক মাধ্যমে হিট হয়ে যায়। ( মিলিয়ন ১৮) ট্রেইলারে দেখা গিয়েছিল, আনুশকার প্রেম পেতে মরিয়া শাহরুখকে। আনুশকা একজন বিজ্ঞানী, যিনি শারীরিকভাবে প্রতিবন্ধী, সারাক্ষণ হুইলচেয়ারেই কাটাতে হয়। অন্যদিক...