Shadow

Tag: লালমনিরহাট

হাতীবান্ধায় মুরগি পালন করে ভাগ্য বদলেছেন জাকির

হাতীবান্ধায় মুরগি পালন করে ভাগ্য বদলেছেন জাকির

Cover Story
হাতীবান্ধায় মুরগি পালন করে ভাগ্য বদলেছেন জাকির কারমাইকেল কলেজ থেকে ২০০৩ সালে এমএ পাস করেন জাকির হোসেন। তবে চাকরি না পেয়ে বেকার জীবন পার করছিলেন। পরে ২০১৩ সালে ঢাকায় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে পোল্ট্রি ফার্মের ওপর ৭৫ দিনের প্রশিক্ষণ নেন তিনি। আর সেখান থেকে এসেই বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে পোল্ট্রি ফার্ম গড়ে তোলেন। ওই পোল্ট্রি ফার্মেই তার ভাগ্য বদলে যায়। শুধু তার বেকারত্ব দূর নয়, পাশাপাশি ১০ জন শ্রমিকেরও কর্মসংস্থান সৃষ্টি হয়েছে সেখানে। এখন তিনি স্বাবলম্বী। তার এ সাফল্য স্থানীয় বেকার যুবকদের স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে। জাকির হোসেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব নওদাবাস গ্রামের মজিবর রহমানের ছেলে। আর তার ফার্মের নাম নুবা পোল্ট্রি ফার্ম। ফার্মের উদ্যোক্তা জাকির হোসেন  বলেন, ২০০৩ সালে ইতিহাস বিভাগে কারমাইকেল কলেজ থেকে এমএ পাস করে চাকরি না পেয়ে বেকার জীবন পার করছিলা...