Saturday, October 12
Shadow

Tag: শানের

শানের নতুন গান ‘ঐ নীল দু’চোখ’

শানের নতুন গান ‘ঐ নীল দু’চোখ’

Cover Story, Entertainment
প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী শান। গান সৃষ্টিতেই বেশি আনন্দ পান তিনি। দিয়েছেন একাধিক জনপ্রিয় সব গান। ‘কন্যারে’ এবং ‘সখী’র ব্যপক সাফল্যের পর এবার ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে আবারো আসছে শান এর নতুন গান। শিরোনাম ‘ঐ নীল দু’চোখ’। তৌসিফ আহমেদের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন বব ভিভিয়ান। আর মিউজিক প্রেগ্রাামার হিসেবে ছিলেন অমিত চ্যাটার্জী। রোমান্টিক গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হিসেবে আছেন মাহবুবুল আলম শান ও ফারহান অহি। থাকছে কন্ঠশিল্পী শানের উপস্থিতিও। শান বলেন- এটি একটি পিওর রোমান্টিক গান। প্রেমিক হৃদয়ের আবেগ ছড়িয়ে দেওয়া গান। প্রতিটি প্রেমিকই তার প্রেয়সীর চোখে হারিয়ে যায়। কেউ দেখতে পায় বিশাল আকাশ, কেউ বা উত্তাল সমুদ্র। চমৎকার একটি লিরিক। শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। আর ভিডিওটাও অন্যরকম হয়েছে। যা দর্শকদের মন ছুঁয়ে যাবে। বাংলাদ...