Sunday, October 6
Shadow

Tag: শাহরুখ কন্যা

নতুন লুকে হাজির শাহরুখ কন্যা সুহানা

নতুন লুকে হাজির শাহরুখ কন্যা সুহানা

Cover Story, Entertainment
এখন প্রায়ই খবরের শিরোনামে চলে আসেন শাহরুখ খানের মেয়ে সুহানা । বাবার কারণে না সুহানা নিজেই এখন বেশ জনপ্রিয়। সম্প্রতি একটি পেজ থেকে সোশ্যাল মিডিয়ায় সুহানার ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, সাদা রঙের একটি ক্রপ ট্যাঙ্ক টপ রয়েছে তার পরনে। খোলা চুল, গলার হালকা চেন আর অল্প মেকআপেই বাজিমাত করেছেন তিনি। ওই ছবিতে সুহানার সে পোজ দিয়েছেন তাতে ইন্ডাস্ট্রির ভেতরে প্রশংসা হচ্ছে। অনেকের মতে, মা অর্থাৎ গৌরী খানের কাছ থেকেই ফ্যাশনের যাবতীয় পাঠ নেন তিনি।   সুহানার বলিউড ডেবিউ নিয়েও কৌতূহল রয়েছে অনুরাগীদের। শাহরুখের বড় ছেলে আরিয়ান সম্ভবত কর্ণ জোহরের সহকারি পরিচালক হিসেবে কাজ শুরু করবেন। তবে সুহানা ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কেরিয়ার তৈরি করবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। যদিও ইতিমধ্যেই শাহরুখের শেষ ছবি ‘জিরো’তে ক্যামেরার পিছনে কাজ করেছেন। নিয়মিত মঞ্চে অভিনয়ও করেন। তবে পড়াশোনা শেষ না ক...

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!