Sunday, November 9

Tag: সাইমন

‘সঠিক নেতৃত্বের অভাবেই চলচ্চিত্রে সমস্যা বেশি হচ্ছে’ : সাইমন

‘সঠিক নেতৃত্বের অভাবেই চলচ্চিত্রে সমস্যা বেশি হচ্ছে’ : সাইমন

Cover Story, Entertainment
‘সঠিক নেতৃত্বের অভাবেই চলচ্চিত্রে সমস্যা বেশি হচ্ছে’ : সাইমন চিত্রনায়ক সাইমন সাদিক। এরইমধ্যে বেশকিছু ছবি দর্শকদের উপহার দিয়েছেন। এ পর্যন্ত বিভিন্ন ছবিতে নানা রুপে দর্শকের সামনে হাজির হয়েছেন এই তারকা। ববি, মাহি,পরীমনিসহ কয়েকজন নায়িকার বিপরীতে নায়ক হিসেবে কাজ করেছেন। কোনো ছবিতে সফলতা পেয়েছেন, কোনোটায় বা খুব একটা পান নি। তবে হার মানেননি। এখনো বেশকিছু ভালো গল্পের ছবিতে কাজ করছেন বলে জানালেন। সবশেষ মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ও শাহীন সুমন পরিচালিত ‘মাতাল’ নামে তার অভিনীত দুটি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এ দুটি ছবিতে তার বিপরীতে মাহিয়া মাহি এবং নবাগত নায়িকা অধরা খান অভিনয় করেন। সাইমন বলেন, দুটি ছবিতে দুই ধরনের সাড়া পেয়েছি। ছবি দুটির গল্পে ভিন্নতা ছিল। দর্শকদের কাছে ভালোভাবে কোনো ছবি পৌঁছালে অবশ্যই তার ফলাফল পাওয়া যায়। আমার অভিনীত আরো বেশ কিছু ছবির কাজ বাকি রয়েছে। ...

Please disable your adblocker or whitelist this site!