ফলের নাম জাবুতিকাবা। ব্রাজিলেই বেশি দেখা যায় এটাকে। যারা খেয়েছে তাদের মতে, এর স্বাদ আঙুরের মতো। গাছের ডালে নয়, সরাসরি গায়ের মধ্যেই জন্মায় এ ফল। আর মৌসুমে যখন থোকা থোকা ফল ধরে, তখন গাছটাকে দেখে মনে হয় আগাগোড়া কালো একটা পোশাক পরে আছে।
ফল ধরা গাছটাকে দেখতে অনেকটা লটকনের মতো হলেও পার্থক্য হলো জাবুতিকাবা গাছে ঝুলে থাকে না। সরাসরি গাছকে আঁকড়ে ধরে রাখে।
বছরে কয়েক দফা ফল ধরে এ গাছে। ফুল আসে গাছের গায়ে রোঁয়ার মতো। সেটাই ওই অবস্থায় পরে ফলে পরিণত হয়।