Tuesday, April 23
Shadow

নতুন কবুতর পালনকারীদের জন্য কিছু পরামর্শ

কবুতর পালন

নতুন কবুতর কবুতর পালন-কারীদের জন্য কিছু পরামর্শ,যা কবুতর পালন আপনার জন্য সহজ হয়ে উঠবে। না বুঝে কবুতর পালন করলে ভালো ফলাফল পাওয়া যাবে না।

১/কবুতর কিনেই মূল লপ্টে ঢুকাবেন না।

২/স্যালাইনের পানির সাথে হাল্কা ডক্সি-অক্সি দেন।

৪/ড্রপিং,চলাফেরা,আচার-আচরণ ইত্যাদি লক্ষণ খেয়াল রাখেন।

৫/কোন ধরনের পরিবর্তন পরিলক্ষিত হতে প্রিয় বড় ভাইদের সাথে পরামর্শ করবেন।

৬/নতুন জায়গায় এসে খাবার কম খেতে পারে।এতে আপনি তাকে বার বার বিরক্ত করবেন না বা বার বার ধরবেন না।

৭/বাড়ি ঘর না চিনিয়ে অপেন ছেড়ে দিবেন না।

৮/নতুন কবুতর এনেই জোড়া নেয় না কেন?!তার জন্য তাড়া হুড়ু করবেন না।জোড়া নেয়ার জন্য ধারাবাহিক পদক্ষেপ সমূহ গ্রহণ করুণ।

৯/পরের দিন কড়া রোধে শেম্পু বা রয়েল পটাশ দিয়ে গোসল করাবেন।

১০/কোন ধরনের অস্বাভাবিকতা লক্ষণ দেখতে পেলে বহুজনের বহু পরামর্শে একটার পর একটা মেডিসিন চেইন্জ করবেন না।

১১/নতুন ভাইগণ কবুতরকে বেশি আদর করতে যাবেন না অর্থাৎ অতিরিক্ত কিছু বেরীবেড!আপনি কল্যাণ মনে করে হয়তো যা করছেন কবুতরের জন্য তা হয়তো বিরক্তকর।

১২/বাসায় এমন কোন আচরণ করবেন না যা পরিবার সদস্য আন-ইজিফিল করেন।মানে আপনার আচরণে যাতে পরিবার সদস্য কোন আসক্তি বা বিপদ বা লেখা পড়াতে কমতি হবে এমন ধারণা লক্ষণ না করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!