মন্ত্রীর নম্বরও বিক্রি
মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে অত্যন্ত উদ্বেগজনক কিছু অভিযোগ উঠেছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বলছে, সরকারের নির্দেশনা লঙ্ঘন করে অপারেটরগুলো এমন কিছু করছে, যা রাষ্ট্র ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। অপারেটরদের কর্মকাণ্ডে অনেক গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছেন—তাঁদের মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. শহিদুল ইসলামও রয়েছেন। তাঁদের ‘প্রিমিয়াম’ মোবাইল ফোন নম্বর অন্য গ্রাহককে দিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। জানা যায়, এসব বিষয়ে বিটিআরসি ব্যাখ্যা চাইলেও সংশ্লিষ্ট অপারেটররা গড়িমসি করেছে, নিয়েছে মিথ্যারও আশ্রয়। বিটিআরসির ভাষায়—এ ক্ষেত্রে ‘ধৃষ্টতা প্রদর্শন’ এবং প্রতিমন্ত্রীকে উদ্দেশ করে ‘শিষ্টাচারবহির্ভূত’ মন্তব্য করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত...













