Saturday, December 14
Shadow

বুবলী মা হওয়া নিয়ে যা বললেন

মা হওয়া নিয়ে মুখ খুললেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। ফেসবুকে ভেরিফায়েড পেজে বেবিবাম্পের ছবি পোস্ট করার পর বুবলীর মা হওয়া এবং তার সন্তানের বাবা কে তা নিয়ে চলছে আলোচনা। তবে সন্তানের বাবা নিয়ে কিছু বলেননি এই অভিনেত্রী।

বুবলি মা

বিষয়টি নিয়ে বুবলী বলেন, ‘আমি একজন মুসলিম, তো এটুকুই বলব, আমাদের যা হয়েছে খুব শালীনভাবে হয়েছে। এ বিষয়ে অনুরোধ করব, কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং আমি কয়েকটা দিন সময় চাইছি। কয়েকদিনের মধ্যেই আমি বিষয়টা ক্লিয়ার করে দেব। আর এটি আমার জন্য খুবই সেন্সেটিভ একটি বিষয়।’

‘আর আমি নিজেও একটা শুটিং স্পটে একটা কাজের মধ্যে আছি। তো সব কিছু মিলে আরও কিছুটা দিন সময় পেলে আমি এটা সবাইকে ডেকে সুন্দরভাবে বিস্তারিত বলতে পারব।’

বুবলী মা হওয়া নিয়ে যা বললেন
বুবলী মা হওয়া নিয়ে যা বললেন

মা হওয়ার ইঙ্গিত দিয়ে চিত্রনায়িকা বুবলী নিজের ভেরিফায়েড পেজে দুটি ছবি প্রকাশ করেছেন। যার একটিতে বেবিবাম্পের পোজ দিয়েছেন এই তারকা। তার পেটটিও সন্তানসম্ভবা দেখাচ্ছে।

ছবির ক্যাপশনে লিখেছেন থ্রোব্যাক আমেরিকা। আরও লিখেছেন, ‘আমি আমার জীবনের সঙ্গে।’

ক্যাপশন ও ছবিতে স্পষ্ট হয়ে উঠেছে আমেরিকাতে মা হয়েছেন তিনি। অন্যদিকে এমন ছবি ও ক্যাপশনে নেটিজেনদের আরও আগ্রহী করে তুলেছে বিষয়টিতে। অনেকেই জানতে চেয়েছেন, মা হয়েছেন বুবলী, তাহলে বাবা হয়েছেন কে?

সবুজ নামের একজন লিখেছেন, ‌‘শাকিবের এক ছেলের জন্মদিন অন্য সন্তানের প্রকাশ্যে আসার দিন।’

অন্য একজন লিখেছেন, ‘বেবির জন্য অনেক শুভেচ্ছা রইল।’

গত কয়েক বছর ধরেই গুঞ্জন- মা হয়েছেন বুবলী। বিশেষ করে ২০২০ সালের পুরো সময় তিনি আমেরিকা ছিলেন। তখনই মা হন তিনি।

শোনা যায়, শাকিব খান ও বুবলী বিয়ে করেছেন। তাদের ঘরেই সে সময় সন্তান এসেছে।

 

আমেরিকাতেই মা হয়েছেন বুবলী!

অবশেষে মা হওয়ার ইঙ্গিত দিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। নিজের ভেরিফায়েড পেজে দুটি ছবি প্রকাশ করেছেন নায়িকা।

যার একটি ছবিতে বেবিবাম্পের পোজ দিয়েছেন এই তারকা। তার পেটটিও সন্তানসম্ভবা দেখাচ্ছে।

ছবির ক্যাপশনে লিখেছেন থ্রোব্যাক আমেরিকা। আরও লিখেন, ‘আমি আমার জীবনের সঙ্গে।’

এদিকে গত কয়েক বছর ধরেই গুঞ্জন- মা হয়েছেন বুবলী। বিশেষ করে ২০২০ সালের পুরো সময় তিনি আমেরিকা ছিলেন। তখনই মা হন তিনি।

শোনা যায়, শাকিব খান ও বুবলী বিয়ে করেছেন। তাদের ঘরেই সে সময় সন্তান এসেছে।

এদিকে বিষয়টি নিয়ে বুবলীকে বারবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

অন্যদিকে, সম্প্রতি শাকিব খানের সঙ্গে বুবলীর তিক্ততার কথাও বাতাসে ওড়ে বেড়াচ্ছে। সিনেমার তরুণ এক নায়িকাকে নিয়েই তাদের মধ্যে বিরোধ বলে জানিয়েছে তাদের একাধিক ঘনিষ্ঠজন।

মা হয়েছেন বুবলী, বাবা কে?

২০১৬ সালে ‘বসগিরি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন চিত্রনায়িকা শবনম বুবলী। যেখানে তার পর্দার পার্টনার ছিলেন চিত্রনায়ক শাকিব খান।

একে একে ১২টা চলচ্চিত্রে একসঙ্গে জুটি বেঁধেছেন। পর্দার বাইরেও তাদের রসায়ন রসদ জুগিয়েছে দর্শকদের। অন্যদিকে, আবারও খবরের শিরোনাম হয়েছেন বুবলী। যার সূত্রপাত ফেসবুকের একটি পোস্ট। যেখানে মা হওয়ার ইঙ্গিত দেন তিনি। নিজের ভেরিফায়েড পেজে দুটি ছবি প্রকাশ করেছেন নায়িকা।

যার একটি ছবিতে বেবিবাম্পের পোজ দিয়েছেন এই তারকা। তার পেটটিও সন্তানসম্ভবা দেখাচ্ছে। ছবির ক্যাপশনে লিখেছেন থ্রোব্যাক আমেরিকা। আরও লিখেন, ‘আমি আমার জীবনের সঙ্গে।’

বুবলী হাত দিয়ে রেখেছেন পেটে।

এদিকে গত কয়েক বছর ধরেই গুঞ্জন- মা হয়েছেন বুবলী। বিশেষ করে ২০২০ সালের পুরো সময় তিনি আমেরিকা ছিলেন। তখনই মা হন তিনি।

শোনা যায়, শাকিব খান ও বুবলী বিয়ে করেছেন। তাদের ঘরে সে সময় সন্তান এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!