Friday, March 29
Shadow

Precautions on Using the Gimbal | How to use the gimbal

Nowadays we do videos on mobiles. But for so long there was only one problem, when we tried to hold the mobile in hand to make some videos, it would show shaking. Technology has brought that solution. Here comes the gimbal.

DJI osmo 4 gimbal use

The gimbal is an electrical device. Which helps to hold your mobile or camera horizontally or vertically with the help of sensors. No matter how you or your hand move, the gimbal will keep your mobile upright.

 

But there are some caveats to be followed while using this gimbal.

 

DJI series gimbals are now popular among gimbals. Among them, DJI Osmo 4 and Osmo 5 are more popular. The price of the first in Bangladeshi taka is like 9000 taka (around $100) and the second is a little more.

You have to be very careful when using this device. Because it contains many sensitive motors, which can be permanently damaged if twisted in reverse or forces applied. So the first warning is to read the manual of the gimbal well. Do not use any force to open or close the gimbal.

 

Do not turn on the gimbal beforehand. Charge it full first. It will take 2-3 hours to be fully charged. The charge indicator light will automatically turn off when charging is complete.

 

Then disconnect the charger. The gimbal acts as something of a power bank. But it is better not to use it for that purpose.

 

Unfold the gimbal before turning it on. And set the mobile. Do not open it until your phone is fully set.

 

The orientation of the mobile camera when setting the mobile is marked with a red arrow on the front of the gimbal. Set it that way. Do not overexert yourself in any way.

 

After being switched on by pressing the M button for two-three seconds, DJI Osmo 4 or 5 will automatically calibrate the camera to set the camera. You don’t have to hold the mobile phone straight or bend it by hand.

 

Pressing the M button on the front of the gimbal twice will make the phone upright, and twice in a row will flatten the phone.

 

Check which part will be on which side along the fold of the gimbal. Then open the fold accordingly. You will get the details in the video below.

 

Holding the M button will move the phone to an upward position. But it is not known what actually works.

 

A long press of the M button will turn the gimbal on and off.

 

There is a record button outside it and a zoom button on the left side. To use them, you need to install the app on the phone. App instructions can be found in the manual provided with the gimbal. But for those who use the Open Camera app, it is not really necessary.

 

There is a trigger-like button on the front. It has many functions. For example, if you press it twice in a row, your camera will be straight along the nose and hand positions. If you take a shot by holding it down again, the frame will remain fixed no matter which way you move your hand. That is, by pressing that button, the work of the tripod is basically completed. However, a video gimbal will not be as stable as a tripod.

 

When using a gimbal, ninja style means walking ‘like a thief’ with knees slightly bent. This will prevent ripples from appearing in the footage. If you walk straight and take the shot, it will have an up-and-down ripple effect.

 

গিম্বাল ব্যবহারে সতর্কতা গিম্বাল কীভাবে ব্যবহার করবেন

আজকাল মোবাইলে কত কিছুই না আমরা ভিডিও করি। তবে এত দিন সমস্যা ছিল একটাই, মোবাইলটা হাতে ধরে কিছু ভিডিও করতে গেলেই তাতে দেখা যেত কাঁপাকাঁপি। সেই সমাধান এনেছে প্রযুক্তি। এসেছে গিম্বাল।

গিম্বাল বৈদ্যুতিক একটি যন্ত্র। যা সেন্সরের সাহায্যে আপনার মোবাইল বা ক্যামেরাটিকে আনুভূমিক বা খাড়াখাড়ি ভাবে ধরে রাখতে সাহায্য করে। আপনি বা আপনার হাত যতই নড়াচড়া করুক না কেন, গিম্বাল আপনার মোবাইলটিকে সোজা রাখবেই।

কিন্তু এই গিম্বাল ব্যবহারে মানতে হবে কিছু সতর্কতা।

 

গিম্বালের মধ্যে এখন জনপ্রিয় হলো ডিজেআই সিরিজের গিম্বাল। এর মধ্যে ডিজেআই অসমো ৪ ও অসমো ৫ বেশি জনপ্রিয়। বাংলাদেশি টাকায় প্রথমটির দাম ৯০০০ টাকার মতো আর দ্বিতীয়টি সামান্য কিছু বেশি। এই দুটো ব্যবহারে থাকা চাই সতর্ক। কারণ এর মধ্যে অনেক সেনসিটিভ মোটর থাকে, যেগুলো উল্টোপাল্টা মোচড় খেলে চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। তাই সবার আগের সতর্কতা হলো গিম্বালের ম্যানুয়ালটি ভালো করে দেখে নিন। গিম্বাল খুলতে বা বন্ধ করতে কোনো ধরনের জোর খাটাবেন না।

 

গিম্বাল আগেই অন করবেন না। আগে ফুল চার্জ করে নিন। ফুল চার্জ হতে ২-৩ ঘণ্টা লাগবে। চার্জ শেষ হলে চার্জ ইন্ডিকেটর বাতি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

 

এরপর চার্জার ডিসকানেক্ট করুন। গিম্বাল কিছু পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করে। তবে সে কাজে এটাকে ব্যবহার না করাই ভালো।

 

গিম্বাল অন করার আগেই এর ভাঁজ খুলুন। ও মোবাইল সেট করুন। মোবাইল সেট করার সময় মোবাইলের ক্যামেরা কোন দিকে থাকবে তা গিম্বালের সামনের অংশে লাল তীর দিয়ে চিহ্নিত থাকে। সেইভাবে সেট করুন। কোনোভাবে গায়ের প্রচণ্ড জোর খাটাবেন না।

 

ক্যামেরা সেট করার ডিজেআই অসমো ৪ বা ৫ স্বয়ংক্রিয়ভাবে মোবাইলটিকে ক্যালিব্রেট করে নেবে। আপনাকে মোবাইল ফোন হাত দিয়ে ধরে সোজা বা বাঁকা করতে হবে না।

 

গিম্বালের সামনে M লেখা বাটনটি পরপর দুবার প্রেস করলে ফোন একবার খাড়াখাড়ি হবে, আবার পরপর দুবার প্রেস করলে চ্যাপ্টা হবে।

 

গিম্বালের ভাঁজ বরাবর কোন অংশ কোন দিকে থাকবে সেটা দেখে নিন। তারপর সেই অনুযায়ী ভাঁজ খুলুন। নিচের ভিডিওতে বিস্তারিত পাবেন।

 

M বাটন চেপে ধরে রাখলে ফোন ঊর্ধ্বমুখী অবস্থানে যাবে। তবে তাতে আসলে কী কাজ হয় জানা নেই।

 

M বাটন অনেকক্ষণ চেপে রাখলে গিম্বাল বন্ধ হবে ও অন হবে।

 

এর বাইরে রেকর্ড বাটন আছে ও বাম পাশে জুম বাটন আছে। সেগুলো ব্যবহারের জন্য ফোনে অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপের নির্দেশনা গিম্বালের সঙ্গে দেওয়া ম্যানুয়েলে পাবেন। তবে যারা ওপেন ক্যামেরা অ্যাপ ব্যবহার করেন তাদের জন্য সেটার আসলে দরকারই হয় না।

 

সামনের দিকে ট্রিগারের মতো একটা বাটন আছে। ওটার বহুমুখী কাজ আছে। যেমন ওটা পরপর দুবার প্রেস করলে আপনার ক্যামেরা একদম নাক বরাবর ও হাতের অবস্থান বরাবর সোজা হবে। আবার ওটা চেপে ধরে যদি আপনি কোনো শট নেন, তাহলে হাত যেদিকেই ঘোরান না কেন, ফ্রেম ফিক্সড থাকবে। অর্থাৎ ওই বাটন চেপে ধরে মূলত ট্রাইপডের কাজ সারা যায়। তবে ট্রাইপডের মতো একদম স্থির ভিডিও গিম্বালে হবে না।

 

গিম্বাল ব্যবহারের সময় নিনজা স্টাইলে মানে, হাঁটু সামান্য ভাঁজ করে ‘চোরের মতো’ হাঁটুন। এতে করে ফুটেজের মধ্যে ঢেউ দেখা যাবে না। আপনি সোজা হয়ে হেঁটে শট নিলে তাতে উপর-নিচ ঢেউ খেলানো ইফেক্ট থাকবে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!