লিলি Archives - Mati News
Thursday, November 13

Tag: লিলি

লিলির কথা

লিলির কথা

Cover Story, Entertainment, Glamour
কানাডিয়ান জনপ্রিয় ইউটিউবার লিলি সিং। নাচ, গান, অভিনয়—সব কিছুতেই আছেন তিনি। সম্প্রতি এসেছিলেন বাপ-দাদার দেশ ভারতে। বলিউড নিয়েও একটি গান গেয়েছেন। ২০১৭ সালে ‘ফোর্বস’-এর সবচেয়ে বেশি আয় করা ইউটিউবারদের তালিকায় লিলি সিংয়ের নাম ছিল পাঁচে। সে বছর তাঁর আয় ছিল প্রায় দেড় কোটি ডলার! বিনোদন দুনিয়ায় প্রেরণাদায়ক নবাগতদের নিয়ে আরেকটি তালিকা করে ‘ফোর্বস’, যে তালিকারও এক নম্বরে ছিলেন লিলি। এর মধ্যেই টিন চয়েস, পিপল চয়েস জেতা হয়ে গেছে। তাঁর লাইভ শো দেখতে ভিড় করে হাজারো মানুষ। কে এই লিলি? কী করেন তিনি? উত্তর, এমন কিছু নেই যা তিনি করেন না। র‌্যাপ গান, নাচ, অভিনয় তো আছেই; ২০১৭ সালে একটি বইও লিখেছিলেন। সে বছর তা নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার হয়েছিল! ২০১৯ সালে লিলি নিজেকে নিয়ে গেছেন আরো এক ধাপ ওপরে—এনবিসি চ্যানেল ঘোষণা দিয়েছে তাঁর টক শোর। ‘আ লিটল লেট উইথ লিলি সিং’ শুরু হবে সেপ্টেম্বরে। সব মিলিয়ে ক্যারিয়ারের দারুণ...