Thursday, May 2
Shadow

ঘর থেকে ইঁদুর তাড়ানোর উপায়

  • লবঙ্গের ঝাঁঝালো গন্ধ ইঁদুরের অত্যন্ত অপ্রিয়। একটি নরম কাপড়ে বেশ কয়েকটি লবঙ্গ জড়িয়ে ঘরের যেসব জায়গায় ইঁদুরের উৎপাত বেশি সেখানে রেখে দিন। ইঁদুর দূর হবে।
  • শুকনা মরিচ কাপড়ে মুড়ে রাখুন ঘরের আনাচে-কানাচে।
  • ইঁদুরের গর্তের মুখে পেঁয়াজ কেটে রেখে দিন।
  • পিপারমিন্ট তেলে ডুবিয়ে রাখুন তুলা। পিপারমিন্টের গন্ধ একেবারেই সইতে পারে না ইঁদুর। তুলার ছোট ছোট বল ঘরের বিভিন্ন জায়গায় রাখলে পালাবে ইঁদুর।
  • ন্যাপথালিন রাখুন কাপড়ের ভাঁজে ভাঁজে। ইঁদুরের পাশাপাশি দূর হবে তেলাপোকাও।
  • বেকিং সোডার গন্ধও ইঁদুরের অত্যন্ত অপছন্দের। রাতে ঘুমানোর আগে রান্নাঘরের কোণায় ছিটিয়ে দিন বেকিং সোডা। পরদিন সকালে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!