মিয়ানমারের সঙ্গে সংঘাতে জড়াব না : প্রধানমন্ত্রী
মিয়ানমারের সঙ্গে সংঘাতে না জড়িয়ে আলাপ-আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রচেষ্টা বাংলাদেশ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলানগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘যেহেতু তারা আমাদের একেবারে প্রতিবেশী, সেহেতু আমরা তাদের সঙ্গে সংঘাতে যাব না। বরং তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের নাগরিকদের যেন তারা ফিরিয়ে নিয়ে যায় সেই প্রচেষ্টাই আমাদের অব্যাহত থাকতে হবে। আমি সবাইকে অনুরোধ করব যেন সেভাবে সকলে দায়িত্ব পালন করেন।’
মানবিক কারণেই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের নিজেদের অভিজ্ঞতা আছে। একাত্তর সালে এক কোটি মানুষ শরণার্থী হিসেবে ছিল। কাজেই তাদের (রোহিঙ্গা) পুনর্বাসন করতে হয়েছে।’ তিনি বলেন, ‘মিয়ানমারের সঙ্গে আমরা ঝগড়া বাধাত...












