Saturday, July 19

চায়নাওয়াক: টুওয়ার্ডস মডার্নাইজেশন – সিচাং ট্যুর উদ্বোধন

২৭ জুন, সিচাং: চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘চায়নাওয়াক: টুওয়ার্ডস মডার্নাইজেশন – সিচাং ট্যুর। বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের সাংবাদিকদের একত্র করেছে এ আয়োজন। শুক্রবার সকালে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে চমকপ্রদ লাসা রেলওয়ে স্টেশনে, যা কিনা সিচাংয়ের আধুনিকায়ন ও উন্নয়নের শক্তিশালী প্রতীক। চায়না মিডিয়া গ্রুপ ও সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রচার বিভাগ যৌথভাবে এই ট্যুরের আয়োজন করেছে।

চায়না মিডিয়া গ্রুপ সিএমজির আয়োজনে বাংলাদেশ, ভারত, নেপাল, কম্বোডিয়া ও মঙ্গোলিয়া থেকে আগত মূলধারার গণমাধ্যমকর্মীদের স্বাগত জানানো হয়েছে এতে। চীনের চলমান অগ্রগতি প্রত্যক্ষ করানোর পাশাপাশি সিচাংয়ের আধুনিকায়নের অগ্রযাত্রা আন্তর্জাতিক মিডিয়ার কাছে তুলে ধরা এই ট্যুরের লক্ষ্য।

এ বছরের ট্যুরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমজির সিজিটিএনের কার্যনিবাহী উপ সম্পাদক আন শিয়াও ইয়ু এবং সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের পার্টি কমিটির প্রচার বিভাগের উপ-প্রধান হ্য রুইসহ শতাধিক অতিথি।

শুধু নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একটি ভ্রমণই নয়, এই ভ্রমণ মিডিয়ার ঐক্য, সংলাপ এবং আধুনিকায়নের উদাহরণ হিসেবেও কাজ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!