Sunday, January 5
Shadow

শরীরী কসরতেও প্রেম সুস্মিতা ও রহমানের! (ভিডিও)

সুস্মিতাসুস্মিতা সেন। সম্প্রতি আলোচনায় রয়েছেন এ অভিনেত্রী। নিজের থেকে ১৪ বছরে ছোট ছেলের সঙ্গে প্রেম করাই আলোচনার কারণ। আর সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম ওয়ালে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, প্রেমিক রহমন শল এর সঙ্গে ঝুঁকিপূর্ণ একটি শারীরিক কসরৎ করছেন বিশ্বসুন্দরী।

প্রেমিক রহমান শলকে মা পছন্দ করেছেন। এই খবর নিজের ইনস্ট্রাগ্রামে পোস্ট করে চমকে দিয়েছিলেন সুস্মিতাসেন। ফের তিনি শিরোনামে। সৌজন্যে বিশ্বসুন্দরীর শরীরী কসরত আর প্রেমের টিপস।

ইনস্ট্রাগ্রামের পোস্ট করা ভিডিওটি দেখা যাচ্ছে, রহমন শল এর সঙ্গে ঝুঁকিপূর্ণ একটি শারীরিক কসরৎ করছেন বিশ্বসুন্দরী। পোস্টটির ক্যাপশনে সুস্মিতা লিখেছেন, কম্প্যাটিবিলিটি (সাযুজ্য) ভালবাসার পূর্ব শর্ত নয় বরং এটি ভালবাসার প্রাপ্তি। আসলে এক ধ্যানের মতো করে ভালবাসা গড়ে নেয় সমস্ত বন্ধনগুলি।

প্রসঙ্গত, মাস দু’য়েক আগেই এক ফ্যাশন শোয়ে সুস্মিতা-রহমানের পরিচয় হয়। সেখান থেকেই প্রেম। অক্টোবরের শেষ দিকে তাজ মহলের সামনে তোলা একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে, বিশ্বকে তাদের সম্পর্কের কথা জানান সুস্মিতা।

‘ রাখিকে ‘ কেনা যাবে ৭ হাজারে, মেটানো যাবে চাহিদা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!