Saturday, December 14
Shadow

জিন্স নিয়ে অজানা তথ্য

প্রথম জিন্সের রং নীল রাখা হয়েছিল কারণ এ রংটিতে সহজে ময়লা দেখা যায় না।

১৮৭৩ সালে প্রথম বিক্রি হয় জিন্সের প্যান্ট। ওটার নাম ছিল লিভাই ৫০১। খনির শ্রমিকদের জন্যই ওটা তৈরি করা হয়েছিল। লক্ষ্য ছিল এমন একটি প্যান্ট তৈরি করা যা বেশ কঠিন পরিবেশেও টিকে থাকবে অনেক এবং যেটা সহজে নষ্ট হবে না। ময়লা হলেও সেটা বোঝা যাবে না।

প্রথম জিন্স লিভাই ৫০১ এর জন্য ৩৭টি আলাদা ধরনের সেলাইয়ের প্রয়োজন হয়েছিল।

জিন্স ফ্যাক্টস

বিশ্বের ৫০ ভাগ ডেনিম উৎপাদন হয় এশিয়ায়। এর মধ্যে প্রথম তিনটি দেশের মধ্যে বাংলাদেশও আছে।

১৯৯৭ সালে লিভাইসের একটি অক্ষত প্যান্ট পাওয়া গিয়েছিল। ওটা ছিল ১০০ বছরের পুরোনো।

এখন বছরে শুধু জিন্সকে নীল করার জন্য ২০ হাজার টন নীল চাষ হয়।

এক বেল তুলা থেকে ২২৫টি জিন্সের প্যান্ট তৈরি করা যায়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন সেনাদের ইউনিফর্মের অংশ ছিল জিন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!