আবারও মিথিলাকে তাহসানের বিয়ের প্রস্তাব! - Mati News
Sunday, December 14

আবারও মিথিলাকে তাহসানের বিয়ের প্রস্তাব!

আবারও মিথিলাকে তাহসানের বিয়ের প্রস্তাব!

আবারও মিথিলাকে বিয়ের প্রস্তাব দিলেন তাহসান! শিরোনাম দেখে অবাক হলেও বাস্তবে কিন্তু এমনটা ঘটেনি। ফেসবুকে একটি মজার অ্যাপে প্রশ্ন ছিল, ‘কোন সেলিব্রিটি আপনাকে ইসলামিক মতে বিয়ে করতে চায়?’ এই অ্যাপের রেজাল্টে তাহসানের কাছ থেকে অফারটি পান মিথিলা।

তাতে লেখা ছিল, ‘আসসালামু আলাইকুম, রাফিয়াথ (মিথিলার পুরো নামের প্রথম অংশ)। এই প্রপোজালের মাধ্যমে আমি আপনাকে বিয়ে করতে চাই, আমার জীবন বৃত্তান্ত নিম্নরূপ :

নাম : তাহসান, বয়স : ৩১, চাকুরি : অভিনেতা। আমার মনে হয় আমরা ২০১৮ সালের ২৬ এপ্রিল তারিখে বিয়ে করতে পারি।’

অ্যাপের রেজাল্টটি নিজের ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে মিথিলা লেখেন, ‘আবারও! আর উনার বয়স ৩১ কেন, ২১ হবে না?’

উল্লেখ্য, একই অ্যাপে শবনম ফারিয়া ও তিন্নিও পেয়েছেন তাহসানের কাছ থেকে বিয়ের প্রস্তাব। মৌসুমী হামিদ পেয়েছেন আরিফিন শুভর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *