মোনালিসা শীতের শহরে উষ্ণতা বাড়ালেন - Mati News
Friday, January 23

মোনালিসা শীতের শহরে উষ্ণতা বাড়ালেন

মোনালিসা

ওয়েব দুনিয়ার সকলের প্রিয় ‘ঝুমা’ ( মোনালিসা )  বৌদিকে আটকে রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে। মাঝে মাঝেই পাতলা শাড়ি সঙ্গে ইষত্‍ বক্ষবিভাজিকা কিংবা হট প্যান্টে সোশ্যাল মিডিয়ার হটকেক হয়ে ওঠেন তিনি।

কথা হচ্ছে ইন্টারনেট সেনসেশন মোনালিসার৷ থার্টি-সিক্স টোয়েন্টি ফোর অ্যান্ড শোলডার টুয়েলেভ! বৌদির ফিগার মেজারমেন্টের কাত ঠাকুরপোদের দল। ওয়েরের পর্দার পাশাপাশি মোনালিসার সোশ্যাল অ্যাকাউন্টে উঠেছে ঝড়।

কারণ যেখানে একের পর এক উত্তেজিত ভিডিও পোস্ট করে চলেছেন ঝুমা বৌদি। যা দেখতে রীতিমতো নাজেহাল দশা বৌদির দেওরদের। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যে ছবি আপলোড করেছেন তা দেখে মাথায় হাত আট থেকে আশির৷

ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’র পর থেকেই মোনালিসার চর্চায় রীতিমত পাগল পাগল দশা সাইবারবাসীর৷ উমাবৌদি’র পর এবার ওয়েব দুনিয়ায় হাজির হয়েছিলেন নটি অ্যান্ড হটি ‘ঝুমাবৌদি’।

যাঁকে দেখে ইতিমধ্যে দুপুরের ঘুম দূরে থাক রাতেরও ঘুমও উড়েছিল ঠাকুরপোদের। বারবার উঁকি ঝুঁকি শুরু হয়েছিল ওয়েবের জানালায়। এবার সেই তাকঝাক চলছে মোনালিসার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও। কারন বিভিন্ন সময় নানান ভিডিও ও ছবি পোস্ট করে থাকেন সুন্দরী।

 

মিশমী ব্যাকলেস ব্লাউজে এখন আরও হট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *