Thursday, April 24

মুক্তার গহনার যত্ন : মুক্তা অনেকদিন ভালো রাখার উপায়

প্রাকৃতিক মুক্তা সূর্যের আলোতে ধরলে রঙের বৈচিত্র্য দেখা যায়। চাষ করা মুক্তায় এমন দ্যুতি পাবেন না। মুক্তা কেনার সময় সূর্যের আলোতে পরখ করে কিনুন।

মুক্তার গহনা ব্যবহারের পর ভালো করে মুছে নরম সুতি কাপড়ে পেঁচিয়ে রাখুন। দীর্ঘদিন দ্যুতি ঠিক থাকবে।

খাঁটি মুক্তা ব্যবহারে ভালো থাকে। আর পানিতে কোনো ক্ষতি হয় না। তবে সাবান বা পারফিউমের মতো কেমিক্যাল থেকে দূরে রাখুন।

প্রাকৃতিক মুক্তা সাধারণত মসৃণ হয় না। মুক্তার গহনা পরিষ্কারের প্রয়োজন হলে কুসুম গরম পানিতে শ্যাম্পু গুলিয়ে হালকাভাবে ঘষে ধুয়ে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *