
প্রাকৃতিক সৌন্দর্যের এক সাক্ষীদাতা স্থান কাপ্তাই। কাপ্তাই এর গন্তব্য পথে কৃষিক্ষেতের সমাহার থাকায় চট্টগ্রাম কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য শিক্ষা সফরের উপযুক্ত একটি স্থান। কেননা শিক্ষার্থীরা নিজেদের পাঠ্যবইয়ে পড়াকে বাস্তবে উপলব্ধি করতে পারে।
রোজ সোমবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ (২২-২৩ সেশন) এর শিক্ষার্থীদের ঢল নামে ক্যাম্পাস প্রাঙ্গণে। সবাইকে একই সূত্রে বেঁধে দিতে প্রত্যেককে দেওয়া হয় একটি করে কলেজের লগোসহ ক্যাপ। ক্যাপের মধ্যে লেখা অনার্স প্রথম বর্ষ ডিপার্টমেন্ট অব বোটানি যেন বলছে এরা সবাই একজন। এ সফরে শিক্ষার্থীদের দিকনির্দেশক হিসেবে সাথে ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব ড. আবুল কাশেম স্যার, সহকারী অধ্যাপক জনাব ফয়েজ উল্লাহ স্যার ও প্রভাষক জনাব মোঃ আতিকুর রহমান স্যার।
সকাল ৮ টায় চট্টগ্রাম কলেজের মেইন গেইট থেকে দু’টি বাস শিক্ষক ও শিক্ষার্থীসহ মোট ৬২ জনকে নিয়ে যাত্রা শুরু করে কাপ্তাই এর উদ্দেশ্যে। যাত্রাপথে শিক্ষার্থীদের উচ্ছ্বাস যেন প্রবল হয় গ্রুপ ফটোতে আবদ্ধ হওয়ার মাধ্যমে। এরপর সকালের নাস্তা দেওয়া হয় সকাল ৮ টা ৩০ মিনিটে। কিছুক্ষণ পর দেখা গেল বাস নং ২ পিছিয়ে পড়েছে তাই বাস নং ১ নোয়াপাড়া এলাকায় ২০ মিনিটের জন্য বিরতি নেয়৷ বিরতি চলাকালীন জনাব আবুল কাশেম স্যারের সাথে শিক্ষার্থীরা ক্যামেরায় বন্দী হয়। ৯ টায় আবার যাত্রা শুরু করে বাসটি। মাঝে সবাইকে চকলেট বিতরণ করা হয়।
সকাল ৯ টা ৩০ মিনিটে বাস রোয়াজারহাট ইছামতী নদী সংলগ্ন এলাকায় থামে। এলাকার বিভিন্ন জমি থেকে শিক্ষার্থীরা ব্যবহারিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে৷ প্রথমে পুকুরের পানি থেকে ওয়াটার ব্লুম সংগ্রহ করে। এরপর ডাল গাছের আক্রান্ত পাতা ও গাছের মূলের নডিউল সংগ্রহ করে। তারপর শিক্ষার্থীদের গাছের মধ্যে থাকা লাইকেন পর্যবেক্ষণ করান শিক্ষকগণ। এছাড়াও রোগ আক্রান্ত বেগুন পাতা, ফুলকপির রোগযুক্ত পাতা, কাঁঠালের মুচি সংগ্রহ করা হয় পরীক্ষা করারা জন্য। আরও পর্যবেক্ষণ করা হয় মরিচ গাছের ও বেগুন গাছের বিভিন্ন রোগ। ইছামতী নদীর পানিতে থেকে শেওলা সংগ্রহ করে শিক্ষার্থীরা বাসের দিকে রওনা করে। তারপর ১১ টায় বাস আবার যাত্রা শুরু করে।
১১ টা ১৫ মিনিটে সবাইকে আপেল দেওয়া হয় হালকা নাস্তা হিসেবে। ১১ টা ৫০ মিনিটে শিক্ষার্থীরা কর্ণফুলী পেপার মিল পরিদর্শন করে। সেখানে গিয়ে পেপার তৈরির পদ্ধতি, প্রক্রিয়াজাতকরণ,উৎস সম্পর্কে জানতে পারে শিক্ষার্থীরা। আরও জানতে পারে পেপার মিলের পটভূমি। কর্ণফুলী পেপার মিল পরিদর্শনে সাহায্য করেন অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা উপ প্রধান রসায়নবিদ জনাব রুপম বড়ুয়া স্যার। শিক্ষার্থীরা পেপার মিল ত্যাগ করে দুপুর ১২টা ৩০ মিনিটে।
১ টা ১৫ মিনিটে বাস বনফুল বিশ্রামাগারে থামে। সেখানে নামাজের বিরতি দেওয়া হয় ও দুপুরের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়। দুপুরের খাবার পরিবেশন করা হয় দুপুর ২ টায়। ৩ টায় কাপ্তাই লেক ভ্রমণের উদ্দেশ্যে আবার যাত্রা করে বাস। ২ টি বোট নিয়ে ৩টা ১৫ মিনিটে লেক ভ্রমণ শুরু হয়। বোট ভ্রমণ ছিল এক অন্যরকম অভিজ্ঞতা। কেউ ছাদে কেউ বোটের ভিতরে বসে উপভোগ করে কাপ্তাইয়ের সৌন্দর্য। অসংখ্য ফটোসেশন চলে পুরো ভ্রমণ জুড়ে। শিক্ষার্থীদের অনেকে গলা ছেড়ে গান করে সাথে যোগ দেয় জনাব মোঃ আতিকুর রহমান স্যার। প্রায় দেড় ঘন্টা ভ্রমণের পর ৫ টায় বোট তীরে ফিরে আসে।
অবশেষে বাস ৫ টা ২০ মিনিটে কলেজের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সবাই প্রায় ক্লান্ত তাই সবাইকে চাঙা করতে সাউন্ড বক্সে গান ছেড়ে দেওয়া হয়। আর সবাই নিজেদের ক্লান্তির কথা ভুলে নাচ শুরু করে। পথিমধ্যে বিকেলের নাস্তা পরিবেশেন করা হয়। ৮ টা ১০ মিনিটে কলেজ ক্যাম্পাসে এসে বাস থামে। সবশেষে সবাই বাসার উদ্দেশ্যে বিদায় নেওয়ার মাধ্যমে সুন্দর সফরের সমাপ্তি ঘটে।
লেখক পরিচিতি:
নাম:- কাজী মালিহা আকতার
শিক্ষার্থী
অনার্স ১ম বর্ষ
উদ্ভিদবিজ্ঞান বিভাগ
চট্টগ্রাম কলেজ